Free Download কোথাও কেউ নেই Books

July 20, 2020 , 0 Comments

Free Download কোথাও কেউ নেই  Books
কোথাও কেউ নেই Hardcover | Pages: 253 pages
Rating: 4.36 | 1665 Users | 67 Reviews

Define Containing Books কোথাও কেউ নেই

Title:কোথাও কেউ নেই
Author:Humayun Ahmed
Book Format:Hardcover
Book Edition:First Edition
Pages:Pages: 253 pages
Published:February 1992 by কাকলী প্রকাশনী
Categories:Fiction. Drama

Ilustration During Books কোথাও কেউ নেই

মেজাজ খারাপ নিয়ে লিখছি, পড়তে গিয়েও মেজাজ খারাপ হয়েছিল অবশ্য।

কোথাও কেউ নেই প্রথম পড়েছি বড় হয়ে. প্রথমে দেখেছি একদম ছোটবেলায়, নাটক হিসাবে। নাটক? হ্যাঁ, বিটিভিতে। কী দেখেছি, মনে নেই ঠিক। শুধু মনে আছে ছুটকো কিছু দৃশ্য...
তমালিকা কর্মকার করেছিলেন রহস্যময় সাদা ভাড়াটে বাড়ির তিন সুন্দর মেয়ের মধ্যে একজনের চরিত্র, অদ্ভুদভাবে নাকি গলায় কথা বলতেন ইচ্ছাকৃতভাবে। একটা সাদা কুকুর ছিল সে বাড়ির পোষা, বাড়ির মালকিনকে বলা হতো কুত্তাওয়ালী।
আমাদের স্কুলে যাওয়ার পথে এক দোকানের দেয়ালে চিকা মারা হয়েছিল সেসময়।
''বাকের ভাইয়ের মুক্তি চাই, কুত্তাওয়ালীর ফাঁসি চাই''--বহুদিন, বহুবছর ধরে স্কুল থেকে ফেরার পথে সেই দেয়াল লিখন চোখে পড়তো.. মনে আছে।

সেই দেয়াল নেই আর, দোকান ভেঙে বাড়ি উঠেছে বহুতল। আমিও নেই আর ওই শহরে, ওই রাস্তায়, ওই গলিতে। বয়স বেড়েছে ঢের জীবনানন্দের নর -নারীদের, আমারো। তবুও গুডরিডসের হাইপ দেখে বহুসময় পর ফের পড়া হলো কোথাও কেউ নেই।
এবং শেষ করলাম বিরক্ত হয়ে।

একেবারেই ভাল্লাগে নাই? নাহ, ঠিক তা নয়. ভাল লেগেছে।
একটানে, এক বৈঠকে পড়েছি, সেটা দেখেও নিজের কাছে ভাল লেগেছে। অন্ধের মতো যে অভ্যাস ছিল আজীবনের, বই পেলে পৃথিবী ভুলে যাওয়া, এই বয়সে, এতো ব্যস্ত জীবনেও সেই পুরোনো তিথী হারিয়ে যায়নি বলে...

আর ভাল না লাগার অংশ?
একাধিক বার মেয়েমানুষ নিয়ে আপত্তিকর কথাবার্তা।
মেয়েমানুষ চাকরি করে, তাতে কী ক্ষতি হয়, মানসিকভাবে শক্ত সমর্থ মেয়েরা হয় পুরুষালি টাইপ, অতএব তাদের ভাল্লাগে না, মেয়েরা হবে কুসুমকলি, যেমন হওয়া উচিত, টোকা দেয়ার আগেই গায়ে ঢলে পড়বে...
ওহ, সিরিয়াসলি?

কী ছিল হুআর উদ্দেশ্য, এমন টোনে লেখার পেছনে? সার্কাজম?
নাকি অন্তঃনিহিত ইচ্ছে, বিশ্বাস করতেন-ই তাই? শীর্ষেন্দু যেমন 'যাও পাখিতে লেখেন আট-ন বছর তো চমৎকার বটেই, আরেকটু বয়সের তফাৎ হলেই আসলে দাম্পত্যজীবন মধুর হয়। ঐ 'কচি মেয়ে' ফিলোসফি আর কী, বুঝেনই তো। ;)

মামুনের সঙ্গে টানা পেম এবং বহু সাধের বিয়ে ভেঙে যাওয়ায় নিঃসঙ্গ মুনা আর আসন্ন বিয়ের স্বপ্নে উচ্ছসিত বকুলের আনন্দ দেখে হিংসিত মুনা কি বোঝায়; বিয়েই নারীর অবলম্বন?
বোঝায় শক্ত, গৃহবধু টিনাভাবীর যা মত-- সো কলড পুরুষালী, স্বাধীনচেতা, আত্মমর্যাদাসম্পন্ন মেয়েদের পরিণতি আদতে হবে মুনার মতো, যে শেষ পর্যন্ত দূর্বল হয়ে পড়ে পাড়ার রবিন হুড ক্যাটাগরির মাস্তান বাকের ভাইয়ের প্রতি, কারণ সঙ্গী হিসেবে, অবলম্বন হিসেবে তখন তার তার পাশে কোথাও,কেউ নেই?

আরো 'নারীবাদী' বিবমিষা উগড়াব ভেবেছিলাম, স্যারের মুরিদেরা মাব্বে। কাল থেকে অফিসিয়ালি ঈদের ছুটি শুরু, হাতেও ম্যালা কাজ জমা। থাউকগা..

২/৫

Present Books Supposing কোথাও কেউ নেই

ISBN: 9849224444 (ISBN13: 9789849224440)
Edition Language: Bengali

Rating Containing Books কোথাও কেউ নেই
Ratings: 4.36 From 1665 Users | 67 Reviews

Column Containing Books কোথাও কেউ নেই
অসাধারন!! সমভবত হুমাযূন সযারের বেসট বই ফর এভার এই বই নিযে সমালোচনা আলোচনা করা যায না, রিভিউও লেখা যায না বাকের ভাইদের জনয মনটা বেশি খারাপ হযে আছেবাকের ভাই বেচে থাকুক পাঠকের হৃদযে

এর থেকে ভালো আর কী হয? ? ?আমাদের ভাগয খারাপ যে হুমাযূন সাহেব এই ধাঁচের লেখা খুব বেশী দিন চালিযে যাননি বা যেতে পারেননিএকের পর এক বযবসা সফল বই পাঠকদের দিতে গিযে এমন উঁচু মান টা বজায রাখতে পারেননি বা রাখেননিবিপণনের এর ভাষায "পরতযাশা খুব বেশি উঁচুতে নিযে গেলে ভোকতা একসময না একসময নিরাশ হবেই" :-/

ফেসবুকে "আজ রবিবার" নাটক নিযে কিছুদিন ধরে বেশ হাইপ চলছে দেখে পুনঃপাঠের শখ হযেছিল মেযেদেরকে "মেযেমানুষ" হিসেবে আখযাযিত করে লমবা তযানা পযাঁচানো এই গলপও এককালে ভালো লেগেছিলো! ভাবতেই রাগ লাগছে

ভালোবাসা, ভালো সমপরক, ভালো সময কোনো কিছুই যেন চিরনতন না, দুঃখের করাল গরাসে সবকিছু ঠিক যেন মলান হযে যায.হুমাযুন আহমেদের কিছু দুরলভ বই আছে যা ঠিক নেশার মত কাজ করে অনেক দিন পরযনত ঘোরে আচছনন করে রাখে,ঘোর কেটে গেলেও মনের কোনো না কোনো কোণে সে ঠিকই চুপটি করে থাকে,তাই হযত বাকের ভাইযের মৃতদেহ নিযে আসা মুনার মত তার পরিচয জানতে চাইলে চোখমুখ শকত করে বলে আমি কেউ না.তখন অসহাযের মত মনে হয কোথাও কেউ নেই;-)

জীবনের বিচিতর গলপ, মনকে বিষাদে পূরণ করে দেয, পরতি পাতা থেকেই একটা কথা ভেসে আসতে থাকে "কোথাও কেউ নেই"

আমার পরা হুমাযুন আহমদের সেরা বই এই নাটক সমমনধে অনেক কথা শুনেছিলাম ইউটিউবে বসে এক রাতেই সব এপিসোড দেখে ফেলি নাটক আর বই এ কিছু পারথকয আছে কিনতু তারপর ও আমার নাটক ও বই দুইটাই পছনদ হযেছে বই আমার কাছে যদিও বেশি পছনদ হযেছে মুনা এর মত চরিতর আমি বাংলা সাহিতযে কম ই দেখেছি এর কারন হতে পারে আমি বাংলা বই এত পরিনি কিনতু যাই হক মুনা আমার অনযতম পরিয চরিতর তা মানতে হবে এই বছর পরা পরথম বাংলা বই এর থেকে ভালো শুরু হওযার কথা বলা যায না

THE GREATEST, THE BEST, THE AWESOMEST NOVEL by Humayun Ahmed Ever written. There's just Nothing like this novel anywhere else... Don't know about others opinion, but to me, this is THE TOP. THE ONE. NUMERO UNO. Baker Bhai Zindabad!

0 Comments:

Note: Only a member of this blog may post a comment.